ভেবেছিলাম শান্তিতে ঘুমাবো,
পারলাম না,
সৃষ্টির বীজ বুনেছিলাম মাঠে মাঠে,
ভেবেছিলাম নেতিয়ে পড়া আত্মারা তরতাজা হয়ে উঠবে,
হলো না।
ছেঁড়াফাটা তালিমারা কষ্টগুলো ভাসিয়ে দিয়ে
ভেবেছিলাম জমাটবাঁধা ভালোবাসা রুপোর কৌটায় ভরে রাখবো,
পারলাম না,
জলজ অভিমানগুলো রোদ্দুরে তা দিয়ে
ভেবেছিলাম কালির অক্ষরে প্রাণের তরংগ বইয়ে দিবো
পারলাম না।
দুর্মর-দূবার গতিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম,
ভেবেছিলাম সমাজের মনে প্রবেশ করতে পারবো,
পারলাম না,
হিন্দু-মুসলিম ঘা শুকিয়ে
ভেবেছিলাম সভ্যতার অনেক উঁচুতে উঠবো,
পারলাম না।
তৃতীয় শ্রেণীর ইগো ফেলে দিয়ে
ভেবেছিলাম মাটির মানুষ হবো
পারলাম না,
দিগন্ত কাঁপানো অবসাদ ঘুচিয়ে
কোষে কোষে আনন্দ ফোঁটাতে চেয়েছিলাম
পারলাম না…
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮