
আমি আমার জীবন যাপন করি
নিজস্ব পছন্দের জন্যে লিটারালি আমি সব ছেড়েছি
ছেড়েছি বিছানা,সন্তান, সমাজ সভ্যতা
ছেড়েছি নাড়ির টান, জোৎস্না শোভিত রাত, আদর আপ্যায়ন উন্মাদনা
আমি আমার মত বাঁচি।
সব কিছুতে শিশু সুলভ সারল্য এখনো বাঁচিয়ে রেখেছি
কোলাহল আর আভিজাত্যের পথ পেরিয়ে
মৌন পাহাড়ের পাদদেশে শান্তি কুড়াই
যেখানে অমানুষের ভীড় দেখেছি সেখানে থেকে সটান নিজেকে সরিয়ে নিয়েছি
আমি আমার মত বুঝি।
নিজেকে বিলিয়ে দিয়েছি কিন্তু বেঁচে তো দেই নি
শ্রদ্ধা আর ভালোবাসার দাবিতে নিজেকে সঁপে দিয়েছি দাসখত তো লিখে দেই নি
নিজের সাধ ও স্বাধীনতা রক্ষার জন্য ধনুক ভাংগা পণ করেছি
নিজের সর্বস্ব টুকু দিয়ে নিজেকে আগলে রেখেছি
ঘুঘুর মত লুকিয়ে এখনো প্রেম খুঁজি
আমার জীবনের গল্পটা আমি ই লিখি…
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৫ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



