
আকাশ থেকে অভিশাপ নাজিল হোক এই মুহূর্তে
এখনই
এই জমিনে কেয়ামত শুরু হোক এই মুহূর্তে
এখনই।
যে জমিনে থ্যাতলানো বিবেক শুধু চেয়ে চেয়ে দেখে
সেই জমিন জাহান্নামের আগুন পুড়ে যাক এই মুহূর্তে
এখনই।
যে জমিনে লুলা খোঁড়া পংগু জীবটাও সুযোগে পেলে সিংহ হয়ে ওঠে সে জমিনে থেকে রহমত বরকত উঠে যাক এই মুহূর্তে
এখনই।
এই জমিনে ইস্রাফিলের শিংগায় ফু পড়ুক এই মুহূর্তে
এখনই।
এই জমিনে আজরাইলের একশো কোটি চোখ পড়ুক এই মুহূর্তে
এখনই।
যে জমিনে নতুন মোড়কে পুরানো খেলা চলে সেই জমিনে আল্লাহর লানত পড়ুক এই মুহূর্তে
এখনই।
যে জমিনে শুধু জালিম বদলায় জুলুম বদলায় না
সেই জমিনে আল্লাহর গজব পড়ুক এই মুহূর্তে
এখনই।
সোহাগের ছেলে হারা মায়ের অভিশাপের বারূদ মিটফোর্ডের আকাশ
ভেদ করে আল্লাহর আরশ কাঁপিয়ে দিক এই মুহূর্তে
এখনই।
সোহাগের স্বামী হারা বউয়ের অভিশাপে এই জমিন তলিয়ে যাক এই মুহূর্তে
এখনই
সোহাগের বাবা হারা এতিম বাচ্চাদের অভিশাপে এই জমিন উল্টে যাক এই মুহূর্তে
এখনই…
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০২৫ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



