নিভিয়ে দেওয়া আলো অভিযোগ করলো ,
তোমায় কাছে পাওয়ার অভিপ্রায়ে
অন্ধকার ঢের ভালোবাসি আমি ,
অথচ তোমায় সব সময় উজ্জ্বল করে রাখতে চেয়েছি।
ডানা ঝাপটিয়ে এক পাখি অভিযোগ করে গেলো ,
তোমায় নিয়ে একা থাকবো
তাই খাঁচা খুলে দিয়েছি আজ ,
অথচ আমরা মুক্ত বাতাসে কতবার উড়েছি।
পূর্ণচাঁদ মাঝরাতে অভিযোগ করলো ,
ক্লান্ত শরীরে অঘোরে ঘুমাবো ,
তাই শক্ত করে দরজায় খিল দিয়েছি ,
অথচ ঘুমবিরোধী মনে কতরাত পূর্ণিমায় হেঁটেছি।
ভোরের শিশির অভিযোগ করলো ,
তোমার অশ্রুতেই আমার সুখ
তাই অলস দেহে ক্লান্তি নামিয়েছি ,
অথচ শিশির ভেজা ঘাসে কতভোর পা ভিজিয়েছি।
(ছন্দ মাত্রা বুঝিনা। মন যেমন চায় তেমনি লিখি। ভুলগুলো শুধরিয়ে দিবেন )