
সংকল্পের দীর্ঘশ্বাস, উষ্ণ সাদা পানি ,
ক্লান্ত বুকে ধড়ফড়, তুমি রগরগে তরুণী।
ক্ষীণ সময়ের ধস্তাধস্তি , অষ্টমাত্রার খেল ,
তিনটি চূড়ায় সর্বোচ্চ, পরে খন্ডকালীন জেল।
ক্ষয়ে যাওয়া সব শক্তি, কিছু উপহার দিতে চায়,
ছেলেমানুষি, হেঁয়ালিপনায় কেউ ধ্বংস হয়ে যায়।
আবেগের জয়ে , কারচুপি করে সাদরে গ্রহণ ,
উত্থিত শিশ্নের প্রভুর এবার গোপনে পলায়ন।
কুয়োর জলে লুকিয়ে বাঁচে অনাগত এক প্রাণ ,
কুয়োর মালিক সদাই পায় মাতৃত্বের ঘ্রান।
শিকড় গাড়া অস্তিত্ব এক বৃত্তে ঘুরে ,
তাকে ফাঁকি দিয়ে কেউ গান গায় অনর্থক বেসুরে।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



