
তুমি মাঝে মাঝেই ভুলে যাও ,
ভালোবাসাকে একক সংজ্ঞায় দাঁড় করতে গেলে ,
রূপ বৈচিত্র সব হারিয়ে যায় ।
যন্ত্র মানব হয়ে গেছি বলে, ভুলে গেছি ?
না ভুলিনি , শুধু অন্য রূপে দেখা দেই।
''উনিশ-বিশ '' বা ''নয়-ছয়'' যাই বল ,
এসব সিনেমার মতো শেষ দৃশ্যে
নিস্তেজ হয়ে মরে যাবে একসময়।
এসো তবে মনে করিয়ে দেই ,
শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ,
তোমার আমার দূরত্বের সঠিক মাপকাঠি ।
যেখানে কোন ফাঁকিঝুকি নেই ,
দূরত্ব ঘোঁচাতে চেষ্টা অক্লান্ত।
ঘর্মাক্ত মুখে সাদা গোলাপি টিসু
বার বার লেপ্টে গোসল করছে ,
আমার সেদিকে খেয়াল খুব কম ,
তোমার দেওয়া রুমাল আমার বুক পকেটে।
বাস্তবতার স্বৈরাচারী রূপ দেখলাম ,
ভালোবাসা বহুরূপি,
তবে সেখানে কোমলতা বিরাজমান।
তুমি শুধু পথ চেয়ে থেকো ,
ইনিয়ে বিনিয়ে আবার বলছি ,
তুমি শুধু পথ চেয়ে থেকো ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২৪ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



