
ছবি: ইন্টারনেট
আধখোলা পিঠের ওপর সন্ধ্যা নামলো,
রেশমি কালো চুলে কে তুমি,
শান বাঁধানো ঘাঁটে,
কি কথা বলছো জলের সাথে ?
কৌতূহলী লোচনে এগিয়ে যাই,
অনাগত জিঘাংসার সাথে পরিচিত হতে।
নিস্তব্ধ চারিদিক,
নীড়ে ফেরা পাখিদের জলের আয়নায় উড়াউড়ি,
মুহুর্মুর্হু বাতাসের শীতল স্পর্শে ভুলিয়ে দিলো সময়,
দমকা বাতাস এখন অন্য কোথাও,
সম্বিত ফিরে পেলে সব শেষ, দূরে থাকুক সে।
নীলাভ সাদা কাপড়ের আঁচল জলে ভিজিয়ে,
এই ভরসন্ধ্যায় জলের সাথে যে গল্প তুমি করছো,
আমি কান পেতে শুনি, মিষ্টি সে কণ্ঠস্বর,
আমাকে দেখে তুমি কিঞ্চিৎ হতভম্ব হলে না,
হাত বাড়িয়ে বললে, এসো নাগর,
রূপ সাগরে ডুব দিবে।
এক পাল্লা করে পেঁচানো শাড়ীর ভেতরের আবছায়ায়,
নির্মল সৌন্দর্যে বিমোহিত না হয়ে উপায় নেই,
দক্ষিণা বাতাসে যখন খোলা চুলগুলো আমার কপোলে পড়ছিলো,
স্পর্শ করেছিলাম তোমায়,
তুমি খোলা কর্পূরের মতো উড়ে গিয়ে জড়ালে মায়ায়।
শুধু ফিসফিস কণ্ঠে শুনতে পেলাম ,
আমি আবার আসবো, এক ভরসন্ধ্যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


