
ছবি : তানভীর জুমার এর লেখা পোস্টের মন্তব্য থেকে নেওয়া
মন্তব্যটা পড়ে মন খারাপ হয়ে গেলো। জানিনা ভারতে কয়জন ইউনুস আছেন। যদি থেকেও থাকেন তাদেরকে ব্যক্তি হিসেবে আমার অনেক শ্রদ্ধা।
টোকাই গ্যাং বলতে কি বুঝাচ্ছে তা আমার বোধগম্য নয়।
''ভারতের থাপ্পড়'' কথাটা পড়ার পরেই কেন জানি গায়ের রক্ত গরম হয়ে গেলো।
একজন বাংলাদেশী হিসেবে হওয়াটাই স্বাভাবিক। যার একটুও রাগ হবে না শব্দটা পড়ে তার হয়তো গায়ে রক্ত নেই।
বাংলাদেশকে এমন একটা যথেষ্ট অপমানসূচক কথা মন্তব্যের মাধ্যমে প্রকাশ করার পরেও এই নিকের ব্লগে থাকার প্রয়োজনীয়তা কতটুকু তা ব্লগের মডারেটরের কাছে জানার খুব ইচ্ছে হচ্ছে। এই নিকের অন্য মন্তব্যগুলোও যথেষ্ট অভদ্র আর অপ্রাসঙ্গিক বলে মনে হলো
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



