
আমি এমন কেন?
আমার ভেতরে ক্ষুধা নেই-
আছে অন্যের পায়ের তলানি চেটে খাওয়ার অভ্যাস।
কি এক স্বর্গীয় সুখে বিভোর হয়ে উঠি আমি
পা চাটতে চাটতে...
আমি কিছু বুঝি না,
পায়ের তলা না চেটে খেলে ঘুমই আসে না।
নেতা হতে পারি না,
অবৈধ টাকায় কেনা নেতার পেছনে কুকুরের মতো ছুটি।
স্লোগান দেই, ধরি ব্যানার,
আর যখন তারা মারে-
সামনে মারে, পিছনে মারে-
আমি পড়েও যাই...
রক্ত বয়ে দেই, তবুও উঠে দাঁড়িয়ে আবার পা চাটি।
দেশে চাটি,
বিদেশে যাই-
সেখানে ইনকাম করি, ঘাম ঝরাই।
তারপর যখন নেতা আসে বিদেশ সফরে,
আমি আবার কুকুরের মতো দৌড়াই, আর পা চাটি।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০২৫ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



