চল্লিশোর্ধ দুই শিক্ষকের প্রেম কলেজ জুড়ে আলোচনার বিষয় ।
যারা নতুন প্রেমিক প্রেমিকার মত পার্কে যায় ডেটিং করতে।
ছাত্র ছাত্রীদের মধ্যে প্রবল আগ্রহ কি গল্প করেন উনারা ?
সবচেয়ে দুষ্ট ছেলে দায়িত্ব নিল সে শুনবে ।
নিদিষ্ট সময়ে সে সেই গাছের উপরে অপেক্ষা করে যার নীচে বসে স্যার ম্যাডাম গল্প করেন।
কিছুক্ষণ পর স্যার ম্যাডাম গাছটার নীচে এসে বসলেন এবং বিভিন্ন বিষয়ে গল্প করতে লাগলেন, হঠাৎ ম্যাডাম স্যারকে বললেন এতদিন ধরে আমরা কথা বলছি কিন্ত তোমার বয়স কত তাই জানা হয়নি,
তা ডার্লিং তোমার বয়স কত?
স্যার জবাব দিলেন কত আর ধরো ছাব্বিশ !! , আর তোমার ?
কত আর এই সতেরো আঠার !! ।
উপর থেকে সেই ছাত্র এটা শুনে মাথা ঘুরে ধপাস করে উনাদের সামনে পড়ল ।দুজনেই লাফিয়ে উঠে চিৎকার করে বলল এটা কি হলো?
তুমি কোত্থেকে এলে?
স্যার, ম্যাডাম, আমি এইমাত্র ভূমিষ্ট হলাম !!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




