আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তবে প্রতিদিন একটি করে গল্প তৈরী হবেই হবে।
আপনি খেয়াল করবেন আপনার বাচ্চা ছেলে কিংবা মেয়েটি কত কান্ডকারখানাই না ঘটিয়ে চলছে।
ডায়রীতে লিখে রাখলে হয়তো ভবিষ্যতের কোন একদিন যদি সেই ডায়রী পড়েন তবে আপনি অবাক না হয়ে পারবেননা।
আর সে ডায়রী যদি আপনার সেই ছোট বাবুটি পড়ে হয়ে পড়ার সুযোগ পায় তবে সেতো রূপকথার এক জগৎ আবিস্কার করবে।
ব্লগার স্বপ্নবাজ সৌরভ এর একটি ফেবু পোস্ট পড়ে মন হলো সত্যিইতো প্রতিদিন শুধু একটি নয় অনেক গল্প তৈরী হচ্ছে-
সেদিন রাতে আমার কন্যা টিস্যু দিয়ে বানিয়ে ফেলল এক ফ্যাশনেবল ড্রেস। অথচ আমি অযু করে এসে বিছানায় ছড়ানো টিস্যু দিয়ে যেই
হাত মুছতে যাব অমনি সে খেয়াল করল তার টিস্যু আগের মত সাজানো নেই। তাই সে কান্না শুরু করল। আমি টিস্যু যথা স্থানে রেখে
বললাম-ভুল হয়েছে।
নামাজ শেষে করে দেখি সে তার সদ্য তৈরী করা টিস্যু ড্রেসটি পরেছে তার সাথে মিলিয়ে মাথার চুলেও সাজ দিয়েছে। মেয়ের ক্রিয়েটিভ
আইডিয়া দেখে নিজেই অবাক হলাম।
আমি ভাবলাম ছবি তুলে রাখি স্মৃতি হয়ে থাকবে। কিন্তু কন্যা ছবি তুলতে রাজি নয়। তাকে বুঝিয়ে রাজি করালাম এবং ছবি বন্দি হল
একটি গল্প।





সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




