পাখি আমাদের সবার কম বেশি প্রিয়।
সেই পাখি যদি হয় নীল রঙের তবেতো কথায় নেই।
চলুন আজ আঁখি মেলে দেখি কিছু নীল রঙা পাখি।
১।
তোমার ঐ নীল গায়ের পালক
দেখে পড়ে না চোখের পলক

২।
তোমার আমার ভালবাসা শেষ হবার নয়
প্রেম নিয়ে কেন লোকে মিছে কথা কয়।

৩।
শেষ হয়না নীল ময়ূরের যৌবন
তোমারে খোঁজে আমার এ মন।

৪।
আহা এমন যদি হত আমার আছে ডানা
পাখির মত উড়তাম কে করিত মানা।

৫।
আমি বসে আছি তোমারি আশায়
বেঁচে আছি তব ভালোবাসায়।

৬।
খড় কুটা দিয়া বানাইলাম এক বাসা
মনে আমার কত রঙিন আশা।

৭।
তোমার ঐ নীল চোখের আলো
বলনা তুমি সুখের কথা বলো।

৮।
পাখিরে তুই মনের খাঁচায় কেন দিসনা ধরা
তোর জন্য পাখি আমি কি যে পাগলপারা।

৯।
বুকে আমার ভালোবাসার পিপাসা
মিঠে না জল নদীর বিপাশা।

ছবি-নেট থেকে নেওয়া
ছড়া-নিজের সৃষ্টি।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


