ব্লগিং করার জন্য বিবাহিত পুরুষেরা সঙ্গিনীর কাছ থেকে সবচেয়ে বেশি যে কথাটা শুনেন সেটা হচ্ছে বউকে নয় ব্লগ কে বেশি ভালোবাসে, সময় দেয়।
আপনি সমস্ত কার্য সম্পাদন করার পর অবসরে যখন ব্লগিং করছেন এবং অনেকটা সময় ধরেই করছেন তখন আপনাকে শুনতে হবে কাজের কাজ কিছুই পারেনা পারে শুধু ব্লগে পড়ে থাকতে।
এত ব্লগ গুতাইয়া কি হবে টাকাপয়সা আসলে না হয় একটা কথা ছিল । শুধু শুধু কেন এত সময় নষ্ট করে বুঝি না।
দিন নাই রাত নাই এই বিদ্যা নিয়ে পড়ে থাকা, মানুষটা পারেও বটে।
এই ব্লগ, ছলক লেইখা না জানি কোন বিপদ ডেকে আনে।
সারাদিন অফিস কইরা রাত্রে আবার ব্লগ নিয়ে মাতামাতি। ব্লগ না লেইখা রেস্ট করলে শরীরের আরাম হয়।
…...…..... এরকম হাজারো কথার হুল ফুটাতে থাকে তা সহ্য করতে হয় বিবাহিত পুরুষদের বিশেষ করে যারা ব্লগিং করেন।।
অনেক পুরুষ ব্লগার অনেক রকমের কথাই শেয়ার করেছেন কিন্তু কোন নারী ব্লগার এ ব্যাপারে কিছুই শেয়ার করেন নি।
ব্লগের নারী ব্লগাররাও কি এরকম কথার আঘাত পেয়ে থাকেন আপনার পুরুষ সঙ্গীর কাছ থেকে ব্লগিং করার জন্য জানতে মন চায়।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




