ইসলাম ধর্মের অনুসারি হতে হলে প্রথমেই ঈমান থাকতে হবে
দীনের অত্যাবশ্যকীয় বিষয়াবলীর প্রতি বিশ্বাস রাখা ও সে অনুসারে কাজ করাই ঈমান।
দীনের অত্যাবশ্যকীয় বিষয়াবলী যেমন আল্লাহ তায়ালার একত্ববাদ ও তার গুণাবলীর প্রতি, ফেরেশতামন্ডলীর প্রতি, আসমানী কিতাব সমূহের প্রতি, আল্লাহর প্রেরীত রাসূরগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিয়ামত, তাকদীর ও মৃত্যুর পর পুনরুত্থানের ওপর বিশ্বাস স্থাপন করা, সালাত, সাওম, যাকাত, হজ্জ ও জিহাদ ইত্যাদি বিষয় ফরজ হওয়ার ওপর বিশ্বাস স্থাপন করা।
মৃত্যুর পর মানুষ ও জ্বীন জাতি পরকালীন জীবনে ভাল ও মন্দ আমলের জন্য জান্নাত, জাহান্নামে এই বিশ্বাস যদি না থাকে তাহলে নিজেকে মুসলিম দাবী করা মিথ্যার নামান্তর।
জান্নাত, জাহান্নাম হচ্ছে রূপকথার গল্প, কুরআন হচ্ছে কিচ্ছা কাহিনী এসব বলে যারা আবার লজিক খুঁজতে যান এর চেয়ে বোকামী আর কি হতে পারে।
আল্লাহ আমাদের দুনিয়া ও আখেরাতে কল্যান দান করুন।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




