
একটা সময় কারণে অকারণে ব্লগে ঢুকতাম, লিখতাম। কিন্তু দিন যত যাচ্ছে ততই যেন ব্লগিং করা কমে যাচ্ছে। যদিও চেষ্টা করি প্রতিমাসে ০৭ এর নীচে যেন পোস্ট না নামে। গত বছর ছয় মাস ছিল ০৭টি করে পোস্ট। চেষ্টা করছি এবছরও যেন সেই সংখ্যাটা না কমে।
যদিও এখন প্রায় প্রতিদিন ঢু মারি এখানে কিন্তু লেখা আর হয়ে উঠেনা। লগিং করলে অবশ্যই মন্তব্য করে থাকি।
এত এত অনলাইন প্লাটফর্মের ভিতর সামুর আলাদা একটা অবস্থান আছে কিংবা বলা যায় মায়া। সেই মায়ার টানেই আসতে হয় ব্লগে, লিখতে হয়।
অনেক পুরাতন ব্লগারকে এখন আর তেমন দেখিনা। নতুনরাও সেভাবে আসছেনা। তবুও ব্লগ উজ্জ্বল থাকুক নতুন নতুন পোস্টে। ভাল থাকুক সামু, ভাল থাকুক ব্লগাররা।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



