গতকাল হঠাৎ মেয়ের পেট ব্যাথা সাথে বমি। আগের দিনও ছিল কিন্তু এতটা না। তাই বিকেলে অফিস থেকে বেড়িয়ে মা ও শিশু হাসপাতাল নিয়ে গেলাম।
যা ভেবেছি তাই। পেটে গ্যাস জমেছে। হাসপাতাল থেকে বেরে হয়ে ঔষধ কিনে বাসায় ফিরব ওমনি মেয়ে বলল জাম্বরি পার্কে যাব। গেলাম পার্কে। সে কিছু খায়না তাই বাদাম নিলাম সবাই খেলাম।
বেশ ডান্ডা লাগছে শেষ বিকেলে। তবুও সে বাসায় যাবেনা। সন্ধ্যায় ফোরারা ছাড়লে পানির খেলা দেখবে। দেখা হল। পার্ক থেকে বের হওয়ার সময় দেখলাম পলাশ ফুলে ছেয়ে আছে গাছটা।
বেশ ভাললাগলো। ছবি উঠালাম। মেয়েকে ফুলের কলি দিলাম। ঘ্রান নেই বলে সে ফেলে দিল। বিবর্ণ ঝড়া পাতার সাথে ফুল পড়ে আছে সেটার ছবিও উঠালাম কিন্তু ততক্ষনে আধার নেমেছে চারপাশে তাই ছবি সুন্দর হয় নাই।

পার্কে পলাশ দর্শন।

পলাশ বেশ সুন্দর আলো থাকলে ছবি আরও ক্লিয়ার হত।

পার্কের পানি বেশ টলমল।

ফোয়ারায় পানি ফুটার অপেক্ষায়।

আমার অফিস থেকে বাগান বিলাশ নিয়ে যেতে মেয়ের আবদার।

সীবিচ -এ সাগরের শামুক-ঝিনুকের দোকানে।

নৌকা।

ঝিনুকের মালা মেয়ের পছন্দ হয়েছে।

ঝড়া পাতা।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




