আমরা যারা মুসলিম এবং ঈমানের বলে বলিয়ান তারা মরে গেলেও মুসলিম বেঁচে থাকলেও মুসলিম। হাজার যুক্তি তর্ক লোভ কিংবা ভয় দেখিয়েও আমাদের টলানো যাবে না।
ফেসবুক সহ গণমাধ্যমে ইসরাইলিদের ফিলিস্তিনের মানুষের ওপর বর্বর হামলা ও মৃত্যুর দৃশ্য দেখে মুসলিম, নন -মুসলিম সবারই খারাপ লাগছে কিংবা লাগার কথা। তাই মুসলমান হিসেবে ব্লগের বেশিরভাগ মুসলিম ব্লগার এবং বিশ্ব মুসলিম জনতা ফিলিস্তানের পক্ষে। এটাই স্বাভাবিক।
কিন্তু ব্লগে ইদানিং সবচেয়ে বেশি ঝামেলা শুরু করেছেন গেছো দাদা। তার প্রতিটা পোস্ট বিদ্বেষপূর্ণ এবং তিনি অন্যান্য ব্লগারদের বাধ্য করেন খারাপ আচরণ করতে কিংবা মন্তব্য করতে। তাই তো দেখতে পাই বনজ্যোস্না কিংবা আমি নই এর মতন ব্লগাররা নিতান্ত বাধ্য হয়ে গালিগালাজে লিপ্ত হচ্ছেন। আর প্রতিউত্তরে তিনিও(গেছো দাদা) আরো নিচে নেমে যাচ্ছেন।
ওপার বাংলার যে ফ্রেশ ইমেজ আমরা ব্লগার পদাতিক চৌধুরীর মাধ্যমে জেনেছি বা পেয়েছি সেটা মলিন হয়ে যাচ্ছে। খেলা নিয়ে, ধর্ম নিয়ে, দেশ নিয়ে, জাতি নিয়ে বিশেষ করে বাংলাদেশ ও বাঙ্গালীদের নিয়ে তিনি যে কুরুচিপূর্ণ এবং সাম্প্রদায়িক রূপ প্রকাশ করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
হ্যা যে কোন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে। তাই বলে এই অবস্থা.......। তাইতো ব্লগে সৃষ্টি হচ্ছে নতুন নতুন শব্দ ও বাক্য। যেমন- মাংকি পোলা সোনামনি। এই দায় কার ?
একজন ব্লগার কতটা নিচে নামলে বলতে পারে যে তোরা গালিগালাজ করেও আমার ব্লগটি আলোচিত ব্লগে নিয়ে যেতে পারলি না। এই যে বিকৃত আনন্দ এর শেষ টানা প্রয়োজন।
তাই ব্লগের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় মডারেটরের হস্তক্ষেপ কামনা করছি। ব্লগের এই অবস্থার কারণে আমার মত অনেকে ব্লগে এসেও শেষমেশ আর পোস্ট দিচ্ছেন না। কারণ পোস্ট পড়া এবং মন্তব্য ও প্রতি মন্তব্য পড়ার পর মনে হচ্ছে না এটা আর সামু ব্লগ। এটা পাবলিক প্লেসের গালিগালাজের স্থানের মত মনে হচ্ছে তাই শেষ মেষ আর ব্লগিং করার ইচ্ছাই থাকে না।
ব্লগ আবার সুস্থ স্বাভাবিক হোক সেই কামনা করছি।