ধরেন, আপনি কোন একটা দ্বীপে একা রয়েছেন... চারিদিকে অথই সমুদ্র... উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে আপনাকে আসতে হবে তীরে... এজন্য আপনার কাছে আছে একটা বড় নৌকা, কিছু খাবার আর একটা ড্রিল মেশিন...
আপনি নৌকা নিয়ে রওনা দিলেন... নৌকা চলছে... আর এদিকে আপনি ড্রিল মেশিন দিয়ে নৌকা ছিদ্র করছেন... প্রতিদিন একটা একটা করে নতুন ছিদ্র করছেন... এবং সেই ছিদ্র দিয়ে নৌকায় পানি উঠছে... পানি উঠতে উঠতে একদিন নৌকাটা সমুদ্রে তলিয়ে গেল... আপনি সমুদ্রে কিছুক্ষণ হাবুডুবু খেয়ে মারা গেলেন...
এবার একটু চিন্তা করি, কেন এই গল্পটা বললাম... এই যে সমুদ্র এইটা হচ্ছে আমাদের জীবনকাল... নৌকাটা হচ্ছে আমাদের শরীর... আর ড্রিল মেশিনটা হচ্ছে সিগারেট সহ অন্যান্য ক্ষতিকর জিনিস... যা সেবনের ফলে প্রতিনিয়ত আমাদের শরীরে একটা করে ছিদ্র হচ্ছে... ফলে জীবনের সমুদ্রের মাঝপথে যেয়ে নৌকাটা তলিয়ে যায়... আর আমরা হাবুডুবু খেতে খেতে গন্তব্যে না পৌঁছেই মাঝপথে মারা যাই...
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধুপমান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর... এতে ক্যান্সার হয়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




