খেয়াল করে দেখলাম সামু আর সাপ লুডু খেলার মাঝে ব্যাপক মিল আছে। সাপ লুডু খেলায় যেমন খেলা শুরু করতে এক বা কানা টুলতে বহুক্ষন প্রতীক্ষা করতে হয় তেমনি সামুতে রেজিসট্রেশন করার পরে বহুদিন ওয়াচ এ থাকতে হয় দেন জেনারেল হইলে পরে খেলা শুরু করা যায় মানে পোষ্ট প্রথম পাতায় আসে আর অন্যের পোষ্ট এ কমেন্ট করা যায়...
এরপরে শুরু হ্য় মইয়ে চড়া আর সাপে কাটার খেলা....।ভাগ্য ভালো থাকলে ১টা ২ টা পোষ্ট কইরাই মই দিয়া উপরে চড়ার মতো সেফ হওয়া যা্য়......
আর কিছু লেখার দরকার নাই...আমি এখন ভাগি.।শেষে না আবার সাপের খপ্পরে পড়ি....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


