থাকুম নারে থাকুম না এই দেশে আর থাকুম না
বেইচ্চা দিসি জমিজমা বেইচ্চা দিসি ঘর
তোরা জেমনে পারোছ আমার লাইগা ভিসা ম্যানেজ কর
এই দেশেতে নাইরে আশা নাইরে ভবিষ্যত
ধরা খাইয়া ফাইসা যাইবা যদি থাকো সৎ
আরে একি আলামত বুঝি আইলো কেয়ামত
দুর্নীতিতে ভাইসা গেছে অফিস আদালত
চাইয়া দেখ হুজুর সাইজা ঘুরটাছে দেখ
ভন্ড মুনাফেক
চাইয়া দেখ গুটি কতক লুইটা খাইলো
কোটি লোকের পেট......
এর পরে লাইন গুলো মনে করতে পারচ্ছি না...অনেক দিন পরে সাইফের এই গানটার কথা মনে পড়লো....ছোটবেলায় গানটাকে ফান হিসেবে নিতাম কিন্তু দেশের বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে গানের কথা গুলোই চরম সত্য আর বাস্তব...আর থাকতে ইচ্ছে করে না এই দেশে...সব সময় একটা অনিশ্চয়তার মধ্যে পার করতে হয় প্রতিটা দিন...নিজের দেশেই আজকে নিজেদেরকে পরবাসি মনে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


