বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবার সংস্কার চলছে।
আইন উপদেষ্টা হাজী মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল পারিবারিক আইনের যে সংস্কার করেছেন, অনেকে ভাবতে পারে সে সংস্কার তিনি তাঁর নিজের স্বার্থে করেছেন। যেহেতু তিনি ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিবাহ সেরেছেন, তিনি তাঁর চতুর্থ বিবাহ, পঞ্চম বিবাহ, এমনকী রসুলের পদাংক অনুসরণ করে ত্রয়োদশ বিবাহ যেন নির্বিঘ্নে সারতে পারেন, তার ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমি মনে করি তিনি নিজের স্বার্থে শুধু নয়, সমস্ত লোলুপ পুরুষের স্বার্থে এই সংস্কারের কাজটি করেছেন। ইসলামে অর্থাৎ বহুবিবাহে পুরুষকে উৎসাহিত করাই ছিল তাঁর মূল উদ্দেশ্য। তিনি বহুবিবাহ থেকে সমস্ত কর উঠিয়ে নিয়েছেন।
কী ছিল আগের আইন?
ছিল প্রথম বিবাহ বা প্রথম স্ত্রীর মৃত্যুর পরে বিবাহের জন্য একজন পুরুষকে ১০০ টাকা ফি দিতে হবে, তবে প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ে করতে হলে ৫ হাজার টাকা, প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা কর দিতে হবে, এবং চতুর্থ বিয়ের জন্য ৫০ হাজার টাকা কর দিতে হবে।
বহুবিবাহ থেকে কর উঠিয়ে দিয়ে আসিফ নজরুল বাংলাদেশের মুসলমান পুরুষদের যে উপকার করেছেন, তারা আজীবন তা মনে রাখবে এবং তাঁর প্রতি কৃতজ্ঞ থাকবে। আমীন।
সৌজন্যে তাসলিমা নাসরিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




