যুবতীর মন
পাহাড়ি যে নদী, নুড়ি পাথরের
স্রোতে ভেসে যায়
তার সাথে কেন যুবতীর এত মিল?
হিংস্র স্রোতের কাছে অসহায়
ট্রেইলে আলগা পাথরের দল
কখনো বন্ধুর মতো সাথে নেয়
কখনো ফেলে যায় বিজিত সেনাদলের মতো।
যুবতীর মন যেন পাহাড়ি নদীর স্রোত
যেখানে ডুবলে, কারো দায় নেই।
নূপুর
ও মেয়ে তোর পায়ে নূপুর কই
বলেছি এখানে চুপিচুপি আসবি না
একলা ঘরে হঠাৎ চমকে যাই
বারণ করেছি, অকারণে হাসবি না।
স্বপ্নে আমি তোকেইতো দেখি রোজ
ঝুনঝুন করা নূপুরের ধ্বনি শুনি
দিন ও রাতের তফাত বুঝিনা তাই
তোর পা-ফেলার শব্দ কেবল শুনি।
এখনো কি তোর আমার ওপরে রাগ?
নূপুর জোড়া আনতে পারিনি বলে
গাড়ীটা যে চাপা দিয়ে চলে গেল
একপলকে দৃষ্টিটা গেল চলে।
অন্ধ এ আমি একলা ঘরে থাকি
নূপুরের ধ্বনি শোনার অপেক্ষায়
অথচ শুনছি সানাইয়ের সুর ভাসে
দূরে কোথাও বরযাত্রীরা হেঁটে যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



