অনেক দিন পর কোনো ব্লগ লিখছি। আসলে আমি ভালো লিখতে পারি না। তাই ব্লগ পড়ি।
যাই হোক, এটা আসলে প্রচারমূলক পোস্ট।
আমার বাবা শখের বসে গান আর কবিতা লেখে। তো একদিন হুট করে এ্যলবাম বের করে ফেলে। এই গান গুলো সেই এ্যলবামেরই।
১৯৯১ সালে বের করেছে, তাই পুরোনো দিনের গান তো বলাই যায়
এই ঐতিহাসিক (অবশ্যই আমার কাছে) এ্যলবামের নামঃ শুধু গান আরো গান
আর আমার বাবার নামঃ মোহাম্মদ ফজলে হুসাইন।
ডাইনলোড লিঙ্কঃ মিডিয়া ফায়ার লিংক
শুনে অবশ্যই জানাবেন, কেমন লাগলো।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




