"এই মৃ, আর কতক্ষন ঘুমাবি, ওঠ না...।" মা এসে হাত বুলিয়ে গেলো মাথায়।
"আপু শোন, এবার তোর দেরী হলে কিন্তু আমার দোষ হবে না, আমার ডাকা আমি ডেকে গেলাম।" ছোট বোনের ঝাঝালো কন্ঠ।
বাবাও একবার উঁকি দিয়ে অস্পষ্ট কিছু একটা বলে গেলো।
দির্ঘশ্বাস ফেললো সে। অনিচ্ছা সত্যেও উঠে বসতে হলো। আজকে তার জন্য বিশেষ একটা দিন। পৃথিবীটা দেখার স্বপ্ন এবার বুঝি সত্যি হবে। প্রানহীন চোখ দুটো ছুয়ে নিলো আরেকবার।
(চলবে)
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৬ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





