চারিদিক জনমানবহীন... স্কুলে দেরী হবার উপক্রম... পথ আটকে দাড়িয়ে আছে ভয়ংকর প্রাণী...
। আমি একটু হেটে দূরে সরে এলাম। কুকুরটা পিছু ছাড়লো না। রাস্তা পাড় হলাম। পেছন পেছন তিনিও ক্রস করলেন। এর মধ্যে দোয়া পড়তে পড়তে আমি শেষ। একবার চিন্তা করলাম উলটা ফিরে বাসায় চলে যাব কিনাঠিক সেই সময় দূরে কমলা আর সাদা স্ট্রাইপ দেখতে পেলাম। আল্লাহকে অসংখ্যবার ধন্যবাদ দিয়ে বাস পাস বের করলাম।
(ছবিটা যদিও ইন্টারনেটে পাওয়া, আমার পিছুনেওয়া কুকুরটা ঠিক এরকম দেখতে ছিলো!)
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৬ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




