নভেম্বরের কোন একটা দিনে আমরা তিন ভাইবোন বন্ধুদের সাথে বের হলাম। !@!13259 - সিডনীতে এসেছে। এই কমেডি গ্রুপ দেশে দেশে ঘুরে মানুষকে প্রতিদিনের এক ঘেয়েমী থেকে একটু দুরে সরিয়ে দেয়।
বছরে আরও বহু জিনিষ ঘটে গিয়েছে, লিখতে গেলে পুরো আরেক বছর লাগবে। কারন? কারন প্রতিদিনের প্রতিটা মুহূর্তই কিছু একটা শিখিয়েছে। আর এ বছরের বেশ কয়েকটাই বৃষ্টির রাত গিয়েছে, আকাশ মুখ অন্ধকার করে কেঁদেছে, ঠিকই, কিন্তউ তার থেকেও বেশি রৌদ্্রের দইন এসেছে। অনেকটা আমার কাটানো সময়গুলোর মত। তাই হয়ত তাঁকে ধন্যবাদ দেওয়া উচিৎ। এতোগুলো ঝলমলে দিনের জন্য।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




