যে সব পোষ্ট অনর্থক বিভিন্ন হাদিস, কোরানের আয়াত out of context তুলে দিয়ে যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে দেয়া হয়, ধর্মানুভুতিতে আঘাত করার জন্য ইচ্ছাকৃতভাবে চটি বইয়ের ভাষা ব্যবহার করা হয় মোহাম্মদ (সা: ) এর নামে বা অন্য কোন ধর্মের কোন প্রবর্তকের নামে, সেই সব পোষ্ট সামহোয়্যারইন এ দেখতে চাইনা ।
এগুলি ব্লগের পরিবেশ উস্কে দেয়ার জন্য ইচ্ছাকৃতভাবে করা । কর্তৃপক্ষকে এগুলি বোঝার ক্ষমতা থাকতে হবে।
এরা কোনভাবেই চায়না যে ব্লগ সাইটটা দাড়াক। ধর্মের মাধ্যমে উস্কানো সহজ তাই এরা এখন সহজ পন্থাটিই বেছে নিয়েছে ।
আর কর্তৃপক্ষের যদি মেরুদন্ড না গজায় তাহলে সেই সাইটে লেখার কোন অর্থ হয়না ।
ধর্মান্ধ যেমন চাইনা তেমনি ধর্ম অবমাননাকারীদের বাড়াবাড়িও দেখতে চাইনা ।
ধর্ম যারা যার ব্যক্তিগত ব্যাপার তাকে সেখানেই থাকতে দিন । কোন ধর্মকেই ব্যক্তিস্বার্থে অবমাননা দেখতে চাইনা । সেটি ইসলাম, হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ কোন ধর্মকেই নয়।
একজন মানুষের বিশ্বাসের উপর নোংরাভাবে আঘাত হানার অধিকার কারো নেই ।
যারা এগুলি করে তাদের সাথে রাজাকারদের কোন পার্থক্য নেই । দুই দলই নিজেদের হীন স্বার্থে ধর্মকে ব্যবহার করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


