স্বামীর সামনেই তার প্রিয়তমা স্ত্রী ধর্ষণের স্বীকার হলো। শক্তি সামর্থ্য থাকার পরও স্বামী বেচারা কোন প্রতবিাদ করেনি। তো, স্বামী দূরে দাঁড়িয়ে দেখছিলো তার স্ত্রী কি প্রতিক্রিয়া দেখায়। সবাই বলল, " অ্যাই বেটা! বউরে বাঁচা!" উহু, স্বামী মুচকি হাসলো। (ধর্ষক আবার স্বামীরে মাঝে মাঝে পান সিগারেটের টাকা দেয়) এক্টা বাচ্চা জন্ম নিল। স্বামী চুপ।
…কদিন পর আবার ধর্ষক আসলো। বউয়রে উপর ঝাঁপিয়ে পড়ার আগেই সবাই ভাবলো স্বামী প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে। উহু এইবারও স্বামী বেটা চুপ। স্ত্রী আবারও ধর্ষিত হলো । এইবার স্বামী বেটা ভাবলো, আমি যে এক্টা কাপুরুষ, সবাইকে বুঝতে দেওন যাইব না। তাই বীরত্ব জাহিরের উদ্দেশ্যে, "ধর্ষন বন্ধ হোক" বলে এক্টা ব্যানার টানালো বাড়ির ছাদে।
…স্বামীর নাম জাফর
খবরঃ পিএসসি, জেএসসি, এসএসসির প্রশ্ন ফাঁস হলো। রেজাল্ট বেরুলো। এইচএসসির প্রশ্ন ফাঁস হলো। পরীক্ষা শেষ হলো। এখন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বউসহ প্রতিবাদে নেমেছেন জাফর ইকবাল!
আইডিয়া ফ্রম ফেসবুকস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



