(আদনান তার দরবারে)
যে কিনা পাশে অর্ধ-নগ্ন নারীদের মেলা বসিয়ে ধর্ম বুঝাতেন। সেই প্রোগ্রাম আবার নিজের টিভিতে প্রচার করতেন। পাশের যুবতীরা আবার তার ওয়াজ শুনে "এভেত হোজাম" "এভেত হোজাম" মানে "জি হুজুর" "জি হুজুর" করত... কয়েক বছর আগে তুরস্ক পুলিশ তাকে অনেক প্রচেষ্টার পর গ্রেপ্তার করে। অনেকে তাকে হারুন ইয়াহিয়া নামে চিনেন।
তার কর্মের কিছু নমুনা- ১৮+
আর সেই মামলায় রায় দিয়েছে। যৌন নিপীড়ন, শিশুদের যৌন নির্যাতন, ব্যক্তিগত তথ্য রেকর্ডিং, সহিংসতা করে নারীদের স্বাধীনতা বঞ্চিত করা, রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তি করার চেষ্টা, জালিয়াতি এবং চোরাচালানীর অপরাধে তাকে মাত্র ১ হাজার ৭৫ বছর ৩ মাস জেল দিয়েছে ইস্তানবুলের একটি আদালত।
গ্রেপ্তারের সময়।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৮