
খবরে বলা হয়েছে- বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ৫ হাজার ভ্যাকসিন হাঙ্গেরিকে উপহার দিতে চাওয়া হয়েছে, হাঙ্গেরির সরকার সেগুলো নিবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয় এই বিষয়ে অধিকতর কোন মন্তব্য না করে সরাসরি "নাকোচ" করে দিয়েছে -বলে সুত্র জানিয়েছে।
উপহারে দেয়া ভ্যাকসিন নিয়ে অনাগ্রহতা নিয়ে করা খবরের লিংক।
এর আগে অন্য আরেকটি খবরে- বাংলাদেশ সরকার ২০১০ সালে, হাঙ্গেরীর ডাক্তারদের করা ৫০০ প্লাস্টিক সার্জারির এর জন্য উপহার হিসেবে এই ৫ হাজার ভ্যাকসিন পাঠাতে চেয়েছে বলে জানিয়েছিল।
এই বিষয়ে প্রথম করা সংবাদের লিংক।
হাঙ্গেরি এই উপহার গ্রহনের কথা থাকলেও আজ তাদের দেয়া বিবৃতিতে "নাকোচ" করে দিয়েছে। ধারনা করা হচ্ছে আল-জাজিরাতে করা রিপোর্টের কারনেই এই পদক্ষেপ নিয়েছে হাঙ্গেরি।
অথচ আমাদের দেশের সরকার জানিয়েছিল- হাঙ্গেরি সরকার বাংলাদেশ থেকে ৫ হাজার ভ্যাকসিন কিনে নিতে আগ্রহী হয়েছে।।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




