বরগুনায় পুলিশ ছাত্রলীগ পেটাল। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, "বাড়াবাড়ি হয়েছে"। ঘটনার পরের দিনই এসপি সাহেব বদলির নোটিশ পেলেন। দেশের মিডিয়া এই ঘটনাকে নিয়ে হুমরি খেয়ে পড়ল। কার পক্ষ নিবে- পুলিশ নাকি ছাত্রলীগ- সেই সিদ্ধানহীনতায় ভুগছেন।
আর এদিকে পুকুরচুরি থেকে আদালতহীনতা- কত বড় বড় ইস্যু বিষয় নিয়ে দেশের ছাত্র সমাজ, সাধারন জনগন আন্দোলনে নামলেই চলে লাঠিপেটা, গুলি, গুম, খুন। কিন্তু তখন একজন মানুষও দাঁড়িয়ে বলে না এই অন্যায়। মন্ত্রীকে তখন দেখা যায় নির্যাতিতদের রাষ্ট্র বিরোধী ঘোষনার কাজে ব্যস্ত। পুলিশ তৃপ্তির ঢেহুক তুলে রাষ্ট্র বিরোধী তকমা দেয়া সাধারন মানুষদের পিটিয়ে।
আসলে রাষ্ট্র এখন নিজের জনগনকেই বিরোধী পক্ষ ভেবে নিয়েছে। আর নিজ দলের লোকেরাই তার বুকের সন্তান। একজনের লাঠির আঘাতে রাষ্ট্রের বুক ফেটে কান্না আসে আর অন্যজনের মাথায় গুলি করতেও হাত কাপে না।
আর মিডিয়া? তার ভূমিকা আসলে ভূমিকাহীন বর্ননা করার মত। লজ্জাজনক!
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪০