হয়তো সবকিছু ঠিক থাকতো...
হয়তো আমরা সুখিও হতাম...
কিন্তু তোর ভালোবাসা তো আমাকে কবিতা দিতে পারেনি,
আমার মনের ভিতরের অসংখ্য দরজাকে খুলে দিতে পারেনি,
তোর ভালোবাসাতো আমাকে পাগল করতে পারেনি।
হয়তো তুই আমাকে রানীর মত রাখতি,
কিন্তু আমি তো বনের পাখি,
খাঁচার মাঝে কি আমাকে মানায়?
তোর ভালোবাসা আমাকে যা দেয়নি
তোর চলে যাওয়া আমাকে দিয়েছে,
খাতা ভর্তি কবিতা , রাতভর ঘুম,
অসময়ের বিষন্নতা আরো অনেক কিছু....
(Inspiration- এর অভাব!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


