কিভাবে ঝড়ের বার্তা পেয়ে ফিরে এসেছ
সে রহস্যের ভেতর ফুটে উঠছে ফূর্তি
প্রণত প্রহরে বেলিফুলের মুখের সীমানায়
হাহাকারের মতই চুপ করে আছে বনভূম
বালুতে ভেসে উঠা পায়ের দাগে
যদি রোদডোরা চিনে নিতে পারে
সহসা তোমার আর্তস্বর
বাহুডোরে আঁকা নকশায়
যদি গাঢ় চুম্বনে স্তব্ধ বনের শেষে দেখা হয়
যদি নৈঃশব্দ্যের নির্জন পুষ্পাঙ্গ কথা বলে ওঠে
সেই মুহূর্তের কণায়
সুদৃঢ় সম্পর্কের মত
ফিরে আসো, পুনর্বার নির্জনতায় ভেসে উঠুক ঝাউবন
ভেসে উঠুক তোমার সমুদ্রফেরত ভেজা করতল
@ মে ২০১৭
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


