গত ৫ ই এপ্রিল, ব্লগার সত্যপথিক শাইয়্যান ভাইয়ের একটা ব্লগ পোস্টে দেখি উনি ২১ জনকে টি-শার্ট উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন। এরজন্য কি করা লাগবে? কিছুই না, শুধু সাইজ, ঠিকানা, ব্লগ নিক লিখে ওনাকে মেসেজ করলেই হবে। এরকম গিফট পোস্ট কখনো ভাগ্যে জোটেনি। ভাবলাম এবারও জুটবে না। যথারীতি কমেন্ট সেকশনে গিয়ে দেখি মাত্র ছয়জন কমেন্ট করেছেন। আমার খুশি আর দেখে কে! সম্ভবত এদিক দিয়ে কপাল ভালো ছিল সেদিন। মন্তব্য করে বসলাম "আমিও কি পেতে পারি?" সাথে সাইজ লিখে দিয়েছি। মেসেজও দিয়েছি পরবর্তীতে। শাইয়্যান ভাই মেসেজ দেখেই সাথে সাথে ধন্যবাদ জানিয়ে রিপ্লাই দেন।
ভেবেছিলাম, ভাই ব্যস্ত থাকবেন বিধায় পাঠাতে দেরী হবে। কিন্তু না! কয়েকদিন পরই সুন্দরবন কুরিয়ার থেকে মেসেজ আসে যে আমার নামে একটা পার্সেল বুকড হয়েছে সিলেট থেকে। আর আজকে গিয়ে সেই পার্সেল রিসিভ করে আনি।
শাইয়্যান ভাইকে রিসিভ করে মেসেজ দিয়ে কনফার্ম করলাম। বলতে পারি এমন অনাকাঙ্ক্ষিত হঠাৎ করে প্রথমবারই গিফট পেলাম৷ সামুতে আমার ৬ মাস হয়েছে৷ নতুনই বলা যায়। শাইয়্যান ভাই গিফট দিয়ে আনন্দ পেয়েছেন আর আমরা গিফট পেয়ে। আশা রাখি ব্লগারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে। এভাবে সবাই গিফট দিলে কত ভালোই না হতো! হাহা!
পরিশেষে, ব্লগার সত্যপথিক শাইয়্যান ভাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৩