
সরিষা ফুলের হলুদ নয়নাভিরাম সৌন্দর্যের আকর্ষণ
অনুভব করেছো কোন শীতে?
ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী,
কসমসসহ নানান ফুলগূলো নির্জীব প্রকৃতিকে
যেমনি বর্ণিলতার স্পর্শ জাগায় ঠিক
তেমনি আমাকেও স্পর্শ করে গেছে ।
আজকাল সকালের মিষ্টি রোদে
সেই শিশিরের ঝলমলানি মুগ্ধ করে যায়
আমার প্রতিটা সকাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


