
বাংলাদেশে বা বাংলায় কথা বলা মানুষের মাঝে একটি নব জাগরণ হবে আর সেটা নিয়ে সামু ব্লগারেরা লিখবেন না, তা কি হয়!
সামুতে রক্তপাতহীন ২৪ এর বিপ্লব হয়েছে। যেখানে ছিলো সত্য নায়্যের পক্ষের লেখক-পাঠক, তেমনি কিছু ব্লগীয় প্রলাপ বকা ব্লগার, কিছু গিরগিটি, আর নীরব লেখক-পাঠক!
যে ব্লগারেরা তীব্র আতঙ্ক, ভয়কে জয় করে লিখে গিয়েছেন তাঁদের ২৪ এর বিপ্লবের আন্তরিক শুভেচ্ছা! আপনাদের লেখা বৃথা যায়নি। খুনি স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে, ছাত্র-জনতার বিজয় হয়েছে! বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে!
একটাইতো জীবন। এই জীবনে সত্য-সুন্দরের পক্ষ নিন। জুলুম, অন্যায়, অবিচার, মিথ্যার বিরুদ্ধে কথা বলুন। অন্যায়, অবিচার, মিথ্যার প্রতিবাদ করে যে স্বর্গীয় তৃপ্তি পাবেন সেটা কখনই নিজের ইগো ডিফেন্ড করে, মিথ্যার পক্ষ নিয়ে পাবেন না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

