কুমারী নদী,
পরিপূর্ন নারী হতে হলে; প্লাবিত হয়ে হয়ে; সমুদ্র হতে শেখো,
যাতে সমুদ্রকে তোমার গন্তব্য ভাবতে না হয়!
কারন যে সমুদ্রকে তুমি গন্তব্য ভাবছো; সে অনেক নদীর সমারোহ।
সে শুধু তোমার হয়ে নেই, তোমারই অপেক্ষাতে নয়।
তাই তার কাছে তুমি তোমার আশানুরূপ সম্পূর্ন ভালবাসা পাবে না।
নারী, তোমার লক্ষ্য তাই আর সমূদ্র নয়, মহাকাল জয় শেষে মহাসমুদ্র।

সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


