টিভি চ্যানেলগুলোর মধ্যে চ্যানেল ২৪ বেশ জনপ্রয়িতা পেয়েছে অল্প কিছুদিনের মধ্যে । কিন্তু তাদের প্রতিনিধীদের তারা কিভাবে নিয়োগ দেন..? ক্ষমতা আছে বলে….? নাকি সৎ, সভ্য, ইত্যাদি ইত্যাদি..
চ্যানেল ২৪ এর রংপুর প্রতিনিধী, মো: বায়েজীদ । তিনি লাইসেন্স বিহীন একটি মোটর সাইকেল নিয়ে ঘোরেন । নিউজ করা থেকে শুরু করে সব কাজেই ব্যবহার এই লাইসেন্স বিহীন মোটর সাইকেল । আর পুলিশ বা ট্রাফিক ধরলে দেখানো হয় সাংবাদিকের পরিচয় । হায়রে অবস্থা……
শুধু চ্যানেল ২৪ ই নয় আছে অনেকে….
দৈনিক প্রথম আলো, বাংলা জাতীয় পত্রিকা গুলোর মধ্যে অন্যতম । বদলে যাও, বদলে দাও এই স্লোগানে তারা চলে । তবে আমার মনে হয় তাদের আগে নিজেদের বদলানো উচিত তারপর বদলে দেবার চিন্তা ভাবনা । একজন সাংবাদিক একটি সমাজের ভালো মন্দ বিচার বিশ্লেষনের ক্ষমতা রাখে, পরিবর্তনের মূল হাতিয়ার, অন্যায়কে তুলে ধরে । কিন্তু তারা নিজেই যখন অন্যায় করে সেটা তুলে ধরবে কে..?
ছবিটি রংপুর প্রেসক্লাব চত্বর থেকে তোলা । যে মটর সাইকেলটি দেখা যাচ্ছে সেটা, ফটো সাংবাদিক Moinul Islam , দৈনিক প্রথম আলো, রংপুর, এর । সাংবাদিক লেখাটা থাকলেই আর লাইসেন্স লাগে না ।
এদিকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিউজ কাভার করতে ঢাকা থেকে বেশ কিছু চ্যানেলের বেশ কিছু প্রতিনিধী এসেছেন । তারা সকলেই তাদের নিজেস্ব গাড়ী ব্যাবহার করছেন । তাদের অবশ্য লাইসেন্স আছে । কিন্তু অন্যায় করতে তারাও যে বেশ পারদর্শী
তা আর বুঝতে বেশ বেগ পেতে হহলো না ।
অন্যতম চ্যানেল একুশে টিভি । রং ওয়েতে যেখানে গাড়ী চালানো নিষেধ, যেখানে ট্রাফিক অ্যাম্বুলেন্সকে ও যেতে দেন না সেখানে একুশে টিভির গাড়ি সাংবাদিকতার পরিচয়ে ঢুকে গেলেন । বেধে গেলো তীব্র জানজট ।
সাংবাদিকদের জন্য কি দেশে এভাবেই আলাদা নিয়ম করা আছে…….
রংপুরের বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং পত্রপত্রিকার সাংবাদিকরা এভাবেই তাদের লাইসেন্স বিহীন মটর সাইকেল নিয়ে দিব্বি ঘুরে বেড়াচ্ছেন । ধীরে ধীরে সবার পরিচয় ই তুলে ধরা হবে ।...........
—

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


