টান পাখি
তুই ভালোবাসি বলিসনি কখনো,
তাতে কী? সবই তো ঠিক ছিল-
এক মায়ার বাধনে ছিলাম বেধে দু’জনে।
আবদার সব রক্ষা হত হাসিমুখে
মুঠোফোনালাপে সময় অসময়ে।
আমার অজস্রবার বলা ভালোবাসি
ছিল তোর প্রিয় পদ্য,
জ্যোৎস্না রাতের সাথী।
হাতে হাত রাখা আমরাই জোনাকী
তুই আমার টান পাখি।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
কী করে সব ভুলে গেলি?
দূরত্ব বাড়িয়ে হারালি,
কী ভাবে পারলি?
এক কথাতেই শ্রাবণ এলো-
কয়েক বসন্ত পার হলো,
বুনো ফুল ফুটল,
সন্ধ্যা রাতে তারা উঠলে
আমার প্রেম ছাদে পায়চারিতে-
তোকে ভাবে আভিমানে আজো?
০৫-০২-২০১৬
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


