সুখময় স্মৃতিরা
তোমাকে দেখতে দেখতে
বাড়লো দূরত্ব;
কাছে পেতে পেতে
হয়ে গেলে বড্ড পর।
কি দারুণ ভালবাসা, প্রেম—
হয়ে গেল বেদনার ঝড়।
তোমাকে আর দেখা যায় না,
ইচ্ছে করলেই ছোঁয়া যায় না।
শেষ কবে হয়েছে কথা–দেখা—
এক যুগ, কিংবা তারও আগে;
মনে করতে পারি না—
কি অদ্ভুত যন্ত্রণা, তাই না!
মনে আছে, কোন এক বুধবার
ছিলাম শেষ অপেক্ষায়।
অপেক্ষা সে আর ফুরায়নি—
ঝরে গেছে শুষ্ক গোলাপের মতো।
তপ্ত... বাকিটুকু পড়ুন

