অভিমানী ভুলগুলো
ভুল হিসেবে রয়ে গেছে।
স্মৃতি আর স্বপ্নের ছোঁয়ায়
প্রতিনিয়ত কৃষ্ণচূড়া হয়ে ফোটে।
কি নিদারুণ সত্য চাপা পড়েছে
স্বার্থে, অবহেলায়।
মিথ্যে—সব মিথ্যে—মানতে পারি,
বাস্তবতা ভিন্ন আলাদা।
খুব কি সহজ থাকা সঙ্গী ছাড়া?
কামনাক্ত মন যায় বদলে ফেলা,
বড্ড দেখলাম অল্প সময়ে—
বদলানো যায় সব দোষারোপে।
তুমি পারলে হতে পারো বিজয়ী;
অপবাদ মেনে নিয়ে হারতে পারি—
ইচ্ছে করে হারা যাকে বলে।
সময় চলে দিন–রাতে;
আমাকে দেয়া মুহূর্তগুলো
আমার ছিল, অতঃপর অন্য কারো।
ভুলগুলো সাজানো থাক থরে থরে;
মন–দেহের দূরত্ব থাকুক—
উষ্ণতা ছড়াক হেমন্তের নিষেধে।
ধন্যবাদ—ভাল থাকা ভুলগুলো সত্যি হলো,
তুমি দেখালে, তুমি ছাড়া বাঁচতে শেখা,
বড্ড অভিমান–অভিনয়ে দূরে যাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


