তোমাকে দেখতে দেখতে
বাড়লো দূরত্ব;
কাছে পেতে পেতে
হয়ে গেলে বড্ড পর।
কি দারুণ ভালবাসা, প্রেম—
হয়ে গেল বেদনার ঝড়।
তোমাকে আর দেখা যায় না,
ইচ্ছে করলেই ছোঁয়া যায় না।
শেষ কবে হয়েছে কথা–দেখা—
এক যুগ, কিংবা তারও আগে;
মনে করতে পারি না—
কি অদ্ভুত যন্ত্রণা, তাই না!
মনে আছে, কোন এক বুধবার
ছিলাম শেষ অপেক্ষায়।
অপেক্ষা সে আর ফুরায়নি—
ঝরে গেছে শুষ্ক গোলাপের মতো।
তপ্ত রোদে ক্লান্ত প্রেমিক হয়ে
ফিরতে হয়েছে ঘরে।
সত্যি বলতে, স্মৃতির পথ ধরে হাঁটতে
ইচ্ছেও করে না।
যদি প্রেম নিয়ে সুখে থাকা যায়,
স্মৃতির দরজায় করা নেড়ে—কি লাভ?
সেই ভালো—ইচ্ছে করে
প্রেম আর প্রেমিকাকে
তার মত মুক্ত করে দাও।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


