বহুদিন ভালোবাসা হীন- একাকিত্বে ,
বেলি ফুলের ঘ্রানে হয়েছি বিলীন |
যতই চাচ্ছি কাছে হচ্ছে দূরত্ব,
তুমি কাশফুলের বুনো হাওয়া ,
আমি নীল নীলিমা -
তুমি আছো তবু ছুঁতে পারিনা ।
সবুজ ঘাসে ঢাকা ,
আমার সমস্ত ভালোলাগা
জ্যোৎস্নার আলোয় বাসর পাতা্,
তুমি আসবে সে প্রতীক্ষা আর অপেক্ষা ।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


