অপেক্ষার দূরত্ব.........
কিসের কষ্ট,অপেক্ষার দূরত্ব,
নিছক মায়ার জাল, নই আহত।
অভিমানী জলে দিন রাত ক্লান্ত,
নির্ঘুম জোছনায় লুকনো।
বারছে বারুক,পুড়ছে পুরুক,
কার কি? সবই আমারি
মিটিয়ে দেবো সবটুকু সাথে অফুন্ত,
আমি দেব চাইলে তুমিও দেবে,
নেবে পদ্ম পাতায় ভরে
তুমি সাজবে কালো টিপ খোলা চূলে,
আমি আসবো বৃষ্টি নিয়ে ভিজবো বলে।
আবার দেখা হবে ,কথা হবে...
অপেক্ষার দূরত্ব ভুলে,চেনা পথে হয়ত।
১৮/০৩/২০১৭-ঢাকা
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


