কবিতাও দুঃখ দিতে জানে
কবির দোষ সে দুঃখ পোষে
শব্দের খেলায় গড়ে কল্পনার প্রাসাদ,
যন্ত্রনায় রাঙায় চার দেয়াল-
বেদনায় ফুটায় আবেগী ফুল।
কবিই পারে প্রেমের সুধা পান করে
বুকে রাখতে নীল মায়াবী কষ্ট,
বোঝে ভালোবাসার আভিজাত্য
আর নারী হয় জোছনার রাত।
কবিতাও দুঃখ দিতে জানে,
কারনে অকারনে সময় অসময়ে-
অতীতের টানে সমসাময়িকতা ছাপিয়ে,
করে তোলে কবিকে অনুভূতিশূন্য
ক্ষনেক্ষনে বহু বছর ধরে।
০৪-০৬-২০১৬পটিয়া-চট্টগ্রাম
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


