somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথাও বলিনি এদেশে ৯২ শতাংশ মুসলমানের বসবাস।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাদা মলাটে মোড়ানো আমাদের যে সংবিধানটা আছে সেটা নিঃসন্দেহে অনেক সমৃদ্ধ এবং যুগোপযোগী।এটা করতে তৎকালীন সময়ের সর্বোচ্চ মেধাবী ব্যাক্তিবর্গ কাজ করেছিলেন যার মধ্যে অন্যতম হচ্ছেন ড. কামাল হোসেন।
বাহাত্তরের সংবিধানের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলার সাধ্য কারুরই নেই।
তবুও দুঃখজনক বিষয় এই সংবিধান গত ৪৪ বছরে ষোলবার পরিবর্তিত হয়েছে।অধিকাংশ পরিবর্তনই ছিলো অপ্রয়োজনীয়।মার্কিন সংবিধান প্রায় ২৪০ বছরে পরিবর্তিত হয়েছে মাত্র ২৭ বার।ব্রিটেনে লিখিত কোন সংবিধানই নেই।

সংবিধান বলতেই লিখিত পাণ্ডুলিপি নয়।
সংবিধান প্রণয়নের উদ্দেশ্য যদি বাস্তবায়িত না হয় অথবা সংবিধানের সাথে সংশ্লিষ্ট কতৃপক্ষ যদি নিজেদের ইচ্ছামতো পরিমার্জন,সংশোধন,সং্যোজন আরম্ভ করেন তাহলে সংবিধান স্বকীয়তা হারায়।বস্তুনিষ্ঠ ভাবে বললে বলতে হয় সংবিধানের সমৃদ্ধি নির্ভর করে ওটাকে মেনে চলার মানুষিকতার উপর।
সে একটা জড়বস্তু কাউকে সে বাধ্য করতে পারেনা,কাউকে সে শাসাতে পারেনা যদিনা ব্যাক্তি তার প্রতি অনুগত হওয়ার মানুষিকতা না দেখান।

ধরুন আপনি একটা একান্নবর্তী পরিবারের সদস্য।পরিবার প্রধান একটা নিয়ম করে দিলেন রাত দশটার আগে বাড়ি ফিরতে হবে,এগারোটার আগে খাবার টেবিলে আসতে হবে।
সকাল ৮টার আগে ঘুম থেকে উঠতে হবে, ৯টার আগে নাস্তা শেষ করতে হবে।
সবাই যদি পরিবার প্রধানের উপর শ্রদ্ধাশীল হন,যদি এগুলো মেনে চলেন,ঐ পরিবারের রিদমটাই থাকবে অন্যরকম।
সবাই যদি পরিবার প্রধানের উপর শ্রদ্ধা রাখেন ঠিকই কিন্তু সময়ের ব্যাপারটাকে সবার সম্মতিক্রমে পরিবর্তন করে এক ঘন্টা পিছিয়ে নেন।ফলাফলটা যা দাঁড়ায় তা হলো পরিবার প্রধানের উপর শ্রদ্ধা ঠিকই রাখা হলো,সময়ও মানা হচ্ছে ঠিকঠাক কিন্তু মূল যে যায়গাটা সেটা থেকে সরে আসলেন।সবকিছুই ঠিক রাখলেন কিন্তু রিদম হারিয়ে ফেললেন কারণ আপনারা সময়কে এক ঘন্টা পিছিয়ে নিলেন।
এমন পরিবর্তন আর এমন শ্রদ্ধাশীলতার দরকার নেই।
আমাদের সরকারগুলো এটাই করে সচরাচর।অনেকেই হয়তো খুব যুক্তি দিয়ে,রেফারেন্স সহকারে এসে বলবেন অমুক দেশে অমুক পদ্ধতি ইনক্লুড করতেই অমুক বিধি কর্তন করা হয়েছে,অমুক বিধি যোগ করা হয়েছে।
জবাবে আমি বলবো"দরকার কী ছিলো"?

রাষ্ট্র ধর্মকে ইসলাম হিসেবে রাখা বা না রাখার ব্যাপারে দায়েরকৃত রিট পিটিশনের চূড়ান্ত রায় হতে যাচ্ছে আগামী ২৭ মার্চ।
এটা নিয়ে একটা ধোঁয়াটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।অনেককেই দেখেছি ফেইসবুক পেইজে যুদ্ধের দামামা পেটাচ্ছেন"রাষ্ট্রধর্ম ইসলামই রাখতে হবে"।এটার কোন যৌক্তিকতা পাইনি।

আমার অবস্থানটা আমি স্পষ্ট করছি অবশ্যই যুক্তি সহকারে,ফেইসবুকে প্রোফাইল পিকচার পরিবর্তন বা ইভেন্ট দিয়ে নয়।
আমিও চাই অনুচ্ছেদ ২(ক) তে যা আছে তা বহাল থাকুক।দীর্ঘ ২৭ বছর যাবৎ এইটা বহাল থাকা স্বত্তেও আমরা পারষ্পরিক সৌহার্দ-সম্প্রীতি বজায় রাখতে পেরেছি।
যদি ১৯৮৮তে কোন পরিবর্তন না হতো তবে আমি নিশ্চই দাবী করতামনা রাষ্ট্রধর্ম ইসলামকে ঘোষণা করা হোক।হয়েই যখন গিয়েছে তবে সেটা থাকাটাই ভালো,এখন হটাৎ করে পরিবর্রতন করলে হিতে বিপরীত হতে পারে।

স্ক্যান্ডেভিয়ান দেশগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ রাষ্ট্র সমূহ।এই দেশগুলো খ্রিষ্টান প্রধান।তারা তাদের সংবিধানে সুস্পষ্ট বিধানের মাধ্যমে খ্রিষ্টান ধর্মকে প্রাধান্য দিয়েছে শুধু প্রাধান্যই নয় খ্রিষ্টীয়ান চার্চগুলো যে ফান্ড নেবে রাষ্ট্রের কাছ থেকে সেটাও তারা বিধান করে রেখেছে।

আয়ারল্যান্ড সংবিধান আর্টিকেল ১ এ বলা আছে"we the people of eire, humbly acknowledging all our obligation tobour devine lord jessu christ"

ডেনমার্কের জনগণ তাদের সংবিধানে নিশ্চিৎ করেছে"Danish constitution prescribe that the evangelical Lutheran church is the state church of denmark and receive funding from the state.the constitution is not prohibit other religion for funding"

আইসল্যান্ড এর সংবিধানে "the Icelandic Constitution provides that the Evangelical Lutheran Church shall be the State Church of Iceland; however, this protection can be repealed by law (i.e., without a change to the Constitution). Freedom of religion is guaranteed"

নরওয়ে সংবিধানে ধর্ম সম্পর্কিত আর্টিকেল"Christianity was the state religion of Norway until a 2012 revision of the Norwegian Constitution did away with this provision.[53] The Constitution, as most recently amended, still requires that the monarch profess the Evangelical Lutheran faith, however.Freedom of religion is guaranteed.[54]একটা ব্যপার লক্ষণীয়- ২০১২ সালে এদের যে এমেন্ডমেন্ট হয়েছে সেখানে তারা পরিষ্কার করে বলেছে মোনার্ক অবশ্যই খ্রিষ্টীয় ধর্মাবলম্বি হবেন।আর অন্যন্য সব ধর্মের সুরক্ষা অবশ্যই নিশ্চিৎ থাকবে।২০১২ সালের আগে পর্যন্ত খ্রীষ্টান ধর্ম ছিলো এদের রাষ্ট্রধর্ম।

সুইডেন"The Swedish Constitution, which consists of four fundamental laws, prescribes that the monarch must be of the Lutheran Evangelical faith.[57] The Evangelical Lutheran Church of Sweden was the state church until 2000 and still receives assistance from the state in collecting member fees, which were previously known as the church tax.[58] Freedom of religion is guaranteed.[59]
এখানেও একটা এমেন্ডমেন্ট হয়েছে ২০০০ সালে।এই সংশোধনীর আগে পর্যন্ত তারা চার্চ ট্যাক্স নামে যে ফান্ড সংগ্রহ করতো সেটার একটু পরিবর্তন করে ট্যাক্স সংগ্রহ করছে কালেক্টিং মেম্বার ফিস নাম দিয়ে।
এখানেও রাজা বা শাসককে খ্রীষ্টিয় ধর্মাবলম্বি হতে হবে।

আমি কিন্তু এমন দাবী করছিনা যে আমাদের দেশেও এমন করা হোক।



আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের সংবিধানের অনুচ্ছেদ ১৫ এবং ২৫ এর মাধ্যমে ধর্মীয় স্বাধিনতা নিশ্চিৎ করেছে।১৯৭৬ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়েছ তারা,প্রস্থাবনা অংশে নিজেদের ঘোষণা করেছে"ধর্ম-নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে"।নেপালের যে সাম্প্রতিক নতুন সংবিধান কার্যকর হলো।যেখানে হিন্দু ধর্মকে রাষ্ট্র ধর্ম না করে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্টিত করেছে তারা।ভারত কিন্তু এতে খোঁশী হয়নি।
ভারত ধর্মনিরপেক্ষ ঠিকই কিন্তু ধর্মীয় দাংগা নিবারণ করতে কতোটুকু সচেষ্ট তারা।
১৯৯২ সালের বাবরি মসজিদ দাংগা অথবা ২০০২ সালে গুজরাটে দাংগা এগুলো পর্যালোনা করলে বোঝা যায় স্যাকুলার না ওখানে হিন্দু ধর্মাবলম্বিরা মানুষিকভাবেই প্রস্তুত যে'সংবিধানে যাই থাকুকনা কেন এখানে হিন্দুরাই প্রাধান্য পাবে'।রাষ্ট্রকে সাংবিধানিকভাবে ধর্ম নিরপেক্ষ হিসেবে ঘোষণা করাটাই সব কিছুনা।এ ব্যাপারটাকে মাঝে মাঝে ঢংই মনে হয়।
তথাকথিত বুদ্ধিজিবীরা বলেন রাষ্ট্রধর্ম ইসলাম করে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।মূল ব্যাপারখানা হলো রাষ্ট্রে জনগণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে কিনা সেটাই বিবেচ্য বিষয় সেটা কেউ বলেননা।আমাদের দেশে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে প্রতিষ্টা করার পরেও যে অনেক শান্তিতে আছে সংখ্যালঘু জনগণ সেটা উনারা মানতে নারাজ।ভারতে যখন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় অমানুষিক নির্যাতনের শিকার হন তখনও এদেশের মুসলমানেরা হিন্দু সম্প্রদায়ের কারও উপর নির্যাতন করেনা একটা ত্যাক্তবাক্য করেনা।

যুক্তরাষ্ট্র-পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর দেশ একটা।এদের সংবিধানের প্রথম সংশোধনীটাই ছিলো ধর্ম নিয়ে।১৭৯১ সালের সেই সংশোধনীতে তারা রাষ্ট্রের জনগণকে ধর্মীয় স্বাধিনতা দিয়েছে সেই সাথে রাষ্ট্রকে নিবারণ করেছে যাতে রাষ্ট্র এমন কোন আইন কখনই প্রণয়ন না করে যেটা দিয়ে নির্দিষ্ট কোন একটা ধর্মকে প্রাধান্য দেয়া হয় অথবা অন্য কোন ধর্মের বিপক্ষে চলে যায়।পরিশেষে ধর্ম নিয়ে যাতে বাড়াবাড়ি না হয়।এর কোন কমতি কি আমাদের এখানে আছে? এমন কোন আইন আছে যা মুসলিমদের প্রাধান্য দিয়ে করা হয়েছে বা অন্য কোনো ধর্মের বিপক্ষে চলে গিয়েছে।

রাশিয়াও একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।সংবিধানের অনুচ্ছেদ ১৪ দিয়ে ধর্মের স্বাধিনতার ব্যাপারটা নিশ্চিৎ করেছে।কোনো ধর্মকে প্রাধান্য দেয়নি বা কোন ধর্মকে হেয় প্রতিপন্নও করেনি।ফ্রান্স,ইটালি,জার্মান,এই প্রত্যেকটা দেশের ধর্ম সম্পর্কিত প্রভিশনগুলো একই রকম।তারা সবাই স্যাকুলারিজমের নামে একটা ব্যাপারেই কঠোর হয়েছে আর সেটা হলো;কোন ধর্মই যাতে প্রাধান্যতা না পায়,কোন ধর্ম যাতে হেয় না হয়।
এবার আসুন আমরা একটু আমাদের সংবিধানটা দেখি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ ২(ক)। ""প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম,তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহি অন্যন্য ধর্ম পালনে রাষ্ট্র সম মর্যাদা ও সম অধিকার নিশ্চিৎ করবেন""।
১৯৮৮ সালে স্বৈরশাসক কামুক "এরশাদ" পতনের ডাক যবে চলে এসেছিলো সে একটা কৌশল অবলম্বন করে মুসল্মানদের মন জয় করতে চেয়েছিলো মাত্র।
বাহাত্তরের সংবিধানে অনুচ্ছেদ ৪১ দিয়ে ধর্মীয় স্বাধিনতাকে আবারও নিশ্চিৎ করা হয়েছিলো যা এখনও সমুন্নত।অর্থাৎ আরও দশটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের মতো আমরাও ধর্ম নিরপেক্ষর মতোই আচরণ করছি।ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতের সাথে যদি আমরা আমাদের তুলনা করি তবে নির্ঘাৎ চোখে পড়বে আমরা অনেক ভালো আছি।আমাদের এখানে এখনও দাংগা হয়নি,আমাদের এখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলেও মুসলমান কেউ চাকরির ক্ষেত্রে বা যেকোনো ক্ষেত্রে প্রাধান্য পায়না।

মহামান্য সুপ্রীম কোর্ট যদি চান বাহাত্তরের সংবিধানে চলে যেতে কোনোও বাধা নেই,এই এখতিয়ার শুধু সুপ্রিম কোর্টেরই আছে।আবার সুপ্রিম কোর্ট চাইলে অনুচ্ছেদ ২(ক) বহালও রাখতে পারেন।সে এখতিয়ারও আছে।
অনুচ্ছেদ ২(ক)বাহাত্তরের সংবিধানের উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক কিনা সেটা ভাবার বিষয়।মূল উদ্দেশ্য থেকে কিন্তু কক্ষচ্যুত হয়ে যায়নি আমাদের সংবিধান।কারণ ওটাতে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে গ্রহণ করে সাথে সাথে অন্যান্য ধর্মের জন্য সমমর্যাদা ও সমান সুযোগ নিশ্চিৎ করা হয়েছে।তাছাড়া গতো ২৭ বছরে এই অনুচ্ছেদের দোহাই দিয়ে কোনও অরাজক পরিস্থিতির উদ্রেক হয়নি।
আমি আশা রাখি বিজ্ঞ আদালত এই বিষয়গুলো আমলে নিয়ে একটা যথাযথ রায় প্রদান করবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্মৃতিপুড়া ঘরে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৩০



বাড়ির সামনে লম্বা বাঁধ
তবু চোখের কান্না থামেনি
বালিশ ভেজা নীরব রাত;
ওরা বুঝতেই পারেনি-
মা গো তোমার কথা, মনে পরেছে
এই কাঠফাটা বৈশাখে।

দাবদাহে পুড়ে যাচ্ছে
মা গো এই সময়ের ঘরে
তালপাতার পাখাটাও আজ ভিন্নসুর
খুঁজে পাওয়া যাচ্ছে... ...বাকিটুকু পড়ুন

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

×