ইভটিজিং নিয়ে কক্সবাজার জেলা ইসলামী ঐক্য জোটের সাধারন সম্পাদক বলেছেন, ইভটিজিং না থাকলে পৃথিবীর সব পুরুষ হিজড়া হয়ে যাবে। ইভটিজিং না থাকলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। টিজিং করতে হবে শালিনতার মাধ্যমে। গতকাল আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় কক্সবাজার জেলা ইসলামী ঐক্যজোটের সাধারন সম্পাদক মৌলানা ইয়াসিন হাবিবের এ রকম বক্তব্য নিয়ে পুরো কক্সবাজারে মিশ্র প্রতিত্রিয়া সৃষ্টি হয়েছে।
গতকাল দুপুরে কক্সবাজার পৌরসভা মিলনায়তনে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ উদযাপন উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা আই এস ডি সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে কক্সবাজার জেলা ইসলামী ঐক্যজোটের সাধারন সম্পাদক মৌলানা ইয়াসিন হাবিব আরো বলেন, ইভটিজিং এখনো মহামারী আকার ধারন করেনি। কিন্তু মিড়িয়া এটাকে ফুসলিয়ে প্রচার করছে। ইসলামী ঐক্যজোট নেতার ইভটিজিং নিয়ে এমন বক্তব্য দেয়ায় পুরো জেলা জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উক্ত সভায় উপস্থিত অনেক সাংবাদিক এর প্রতিবাদ জানান। উক্ত ইসলামী ঐক্যজোট নেতা আরো বলেন, অনেক মহিলা হালকা কাপড় পড়ে বের হন পুরুষের দৃষ্টি আর্কষন করার জন্য । তারা নিজেদের কারনে ইভটিজিং এর শিকার হচ্ছে বলে তিনি বলেন। সভায় আই এস ডি এর নির্বাহী এস এম নাজের হোসাইন,পরিবেশ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, মহিলা পৌর কাউন্সিলর হেলেনাজ তাহেরা,নারী নেত্রী বেগম খোরশেদ আরা হক, কবি শামিম আকতার, সাংবাদিক এস এম আমিনুল হক,সাংবাদিক এইচ এম এরশাদ,মমতাজ উদ্দিন বাহারী,দীপক শর্মা দীপু প্রমুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




