সন্দেহাতীতভাবে বলা যায় ,অ্যামিটিভাল হাউস বিশ্বের সবচেয়ে ভুতুড়ে বাড়ি। ১৯৭৪ সালের ১৩ নভেম্বর বাড়িটিতে ঘটেছিল এক ভয়ানক হত্যাকান্ড। ২৩ বছর বয়সী রোনাল্ড জে ডিফো জুনিয়র তার পুরো পরিবারকে রাইফেল ব্যবহার করে ঘুমন্ত অবস্থায় হত্যা করে।
হত্যাকাণ্ডের এক মাস পরে, লুটজ পরিবার খুব কম দামে বাড়িটি কিনে নিয়েছিল । কিন্তু দুঃখের ব্যপার হল, মাত্র ২৮ দিন স্থায়ী হয়েছিল তাদের ঐ বাড়িতে থাকা। বেশ কিছু অতিপ্রাকৃত অভিজ্ঞতার পর, বাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয় লুটজ পরিবার।
পরিবারটি বাড়ির ভিতরে অদ্ভুত গন্ধ পাওয়ার দাবী করেছিল।দেয়ালের ছিদ্র দিয়ে সবুজ রংয়ের তরল পদার্থ বের হতে দেখেছিল ঐ পরিবারের সদস্যারা। বাড়ির কিছু নির্দিষ্ট স্থানে শীতল অনুভূতির কথা জানিয়েছিল তারা। পরিবারের প্রধান জর্জ প্রতিদিন ঠিক ভোর তিনটা পনেরো মিনিটে ঘুম ভেঙে যাওয়ার কথাও সবাইকে জানিয়েছিলেন। আশ্চর্যজনক হলেও সত্যি , ঠিক ঐ সময়টাতেই ডিফো জুনিয়র পুরো পরিবারকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছিল।
অটোমেটিকভাবে গ্যারাজ আর ক্যাবিনেটের দরজা খোলা-বন্ধ হয়ে যাওয়ার দাবিও করেছিল তারা। জর্জ এবং তার ছেলে ড্যানিয়েল জানালা দিয়ে লাল চোখের শুয়োর দেখার কথাও বলেছিল।
এতসব অস্বাভাবিক ঘটনা প্রত্যক্ষ করার পর, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য খ্রিস্টান পরিবারটি পাদ্রী দিয়ে ঘর বন্ধ করানোর সিদ্ধান্ত নেয়। পাদ্রী কাজ শুরু করার কিছুক্ষণ পর বিশেষ এক কক্ষ থেকে চিৎকার শুনতে পাওয়ার দাবি করেন। কেউ একজন তার উদ্দেশে বলছিল : গেট আউট গেট আউট। এই অভিজ্ঞতার পর বিশেষ ঐ কক্ষটিতে ঢুকতে মানা করে দেন পাদ্রীটি।
এতসব ব্যবস্থা নেওয়ার পরও আশানুরূপ কাজ না হওয়াতে, লুটজ পরিবার বাড়িটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
অনেকেই অ্যামিটিভাল হাউসের ভৌতিক ব্যাপারগুলোকে ধাপ্পাবাজি বলে উড়িয়ে দিতে চায়। লুটজ পরিবারকে এ কারণে লাই ডিটেক্টরের মুখোমুখি করানো হয়েছিল। পরীক্ষাতে ভালভাবেই উতরে গিয়েছিলেন পরিবারটির সদস্যরা।

সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




