গগনপানে আকুতিভরা দৃষ্টি মেলে
শুধাই তারে জবাবের প্রতীক্ষায় নয়
তবু শুধাই তারে।
মিটায়ে দেবে কি সকল তেষ্টা?
নিভীয়ে দেবে কি কষ্টের ধুপ হতে
বেগবান জলন্ত শীখা?
তপ্ত হদয় নিয়ে এখনও আমি একা
ঠিকানাবিহীন নিরন্তর পথ চলা।
অনেকটা স্বপ্ন দেখেছি নিষ্পাণ
শুকনো পাতার মতোই মড়মড়ে।
সযতনে বুনিত স্বপ্নের চাদরখানি
কখন যে ছিড়ে গেছে বাস্তবতার কষাঘাতে
উপল্পব্দি করি নাই
শুধাই তারে
জবাবের প্রতীক্ষায় নয়
শুধাই তারে....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

