প্রথমেই আমরা জেনে নেই প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের ইতিবৃত্ত।
সুইস বংশোদ্ভুত কানাডার নাগরিক বার্নার্ড ওয়েভার প্রতিষ্ঠা করেন ‘দ্যা নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন’। বার্নার্ড ওয়েবার নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের সংগঠন প্রতিষ্ঠা করলেও এর সঙ্গে সুইস সরকারের কোন সম্পর্ক নেই। ২০০১ সালে পৃথিবীর মানবসৃষ্ট নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য সংগঠনটি নির্বাচনের ঘোষণা দিয়ে প্রতিযোগিতার আহ্বান করে। ফল ঘোষণা হয় ২০০৭ সালে। এ সময় সংগঠনটি দাবী করে তারা প্রায় ১০ কোটি এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ভোট পেয়েছে। এবার প্রতিষ্ঠানটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের উদ্যোগ নেয়।
পৃথিবীর ২২০টি দেশ থেকে ৪৪০টি স্থান প্রাথমিকভাবে প্রতিযোগিতায় অংশ নেয়। কিন্তু এ দৌড়ে শেষ পর্যন্ত শীর্ষে টিকে থাকে ৭৭টি স্থান। এরপর সেখান থেকে ২৮টি স্থান অংশ নেয় চূড়ান্ত পর্বে। ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমে প্রায় ১০০ মিলিয়ন ভোট চূড়ান্ত করে তালিকাটি করা হয়।
পুয়েত্রা প্রি পাতাল নদী :
পুয়েত্রা প্রি পাতাল নদী ফিলিপাইনের সবচাইতে উল্লেখযোগ্য জীববৈচিত্রময় এলাকা। পৃথিবীর অনেক দেশই এ নদীটি সম্পকে জানত না । ২০০৭ সাল পয’ন্ত মেক্সিকোর ইউকেটান পেনিনসুলারকে ধরা হত একমাত্র পাতাল নদী।
প্রাকৃতিকভাবে সৃষ্ট পুয়েত্রা প্রি পাতাল নদীটি প্রায় ৫০ কি.মি. জুড়ে বিস্তৃত।এটা পৃথিবীর দীঘ’তম পাতাল নদী হিসেবে পরিচিত।
এর উৎপত্তি সাবাৎ শহরের সাবটেরিয়ান নদী থেকে। পুয়েত্রা প্রি পাতাল নদী ৮.২ কি.মি পাহাড়ের মধ্য দিয়ে এক অন্ধকার গুহা দিয়ে বয়ে চলেছে ।
এই নদীতে দশ’নীয় চুনাপাথর দেখা যায়।এই নদীর আশ্চয’জনক দিক হল যে এটা সরাসরি সমুদ্র প্রবাহিত হয়েছে এবং এর নিচের অধাংশ লবনাক্ত ও এতে জোয়া ভাটার প্রভাব আছে।
পাহাড় ও সাগরের চমৎকার ইকোসিস্টেম গড়ে উঠেছে এখানে।এখানে সমুদ্র বাস্তুতন্ত্রের পূণ’ পব’ত আছে যা জীববৈচিত্রকে রক্ষায় উল্লেখযোগ্য ভুমিকা রাখছে।
এটা অনেক বিপন্ন এবং বিরল প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল।উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ,সামুদ্রিক ঘাস, প্রবাল প্রভৃতি পাওয়া যায়।পয’টকদের জন্য এটি একটি আকষ’নীয় স্থান।
প্রাকৃতিক সপ্তাশ্চর্য-১ :প্রকৃতির এক অপরিসীম সৌন্দয আমাজন নদী ও বন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য-২ : সৃষ্টির বিস্ময় হা লং বে উপসাগর
প্রাকৃতিক সপ্তাশ্চর্য-৩ : প্রকৃতির সত্যিকার বিস্ময় ইগুয়াজু জলপ্রপাত
প্রাকৃতিক সপ্তাশ্চর্য-৪ : মধুচন্দ্রিমা কাটানোর অন্যতম আকষ’ন জেজু দ্বীপ
প্রাকৃতিক সপ্তাশ্চর্য-৫ : জীববৈচিত্রের এক অন্যতম সংগ্রহশালা কমোডো জাতীয় উদ্যান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



